ইরানি আদালতের রায়ে যুক্তরাষ্ট্রকে ১৭ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ
- By Jamini Roy --
- 17 December, 2024
২০১০ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ইরানের বন্দর শহর চাবাহারে শিয়া মুসলিমদের একটি মসজিদের সামনে আশুরার অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী ওই বোমা হামলায় নিহত হন ৩৯ জন এবং আহত হন ৭০ জনেরও বেশি মানুষ। জুন্দালাহ নামের একটি সশস্ত্র গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করে। সেসময় ইরান জানায়, জুন্দালাহ গোষ্ঠীটির সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে এই হামলায় যুক্তরাষ্ট্রের হাত ছিল বলে ইরান সরকার অভিযোগ করে।
ইরানের বিচারবিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সি জানায়, ইরানি আদালত মার্কিন সরকার ও কর্মকর্তাদের এই হামলায় দোষী সাব্যস্ত করেছেন। ছয়জন ভুক্তভোগী, যারা হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের মধ্যে মামলা দায়ের করা হয়। মামলার বাদীদের ক্ষতিপূরণ ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ইরানি আদালত যুক্তরাষ্ট্রকে মোট ১৭ কোটি ডলার দিতে নির্দেশ দেন। এই হামলা নিয়ে ভুক্তভোগীদের করা মামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এটি দ্বিতীয় রায়। এর আগে গতবছর ৯৩ জন আহত ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের করা মামলায় ইরানি আদালত মার্কিন সরকারকে ২৬৬ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল।
রায়ে বলা হয়, এই হামলা ইরানের জনগণের মধ্যে গভীর ক্ষোভ তৈরি করেছে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন হিসেবে উল্লেখ করে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরানি আদালত।